ঢাকা থেকে হায়দরাবাদে ফ্লাইট চালু করেছে ইন্ডিগো

ঢাকা থেকে ভারতের হায়দরাবাদে ফ্লাইট শুরু করেছে ইন্ডিগো। প্রতি সপ্তাহে এই রুটে দুটি ফ্লাইট চালাবে এই এয়ারলাইন।

সোমবার (১৮ এপ্রিল) উদ্বোধনী ফ্লাইটে ১৪২ জন যাত্রী হায়দরাবাদে গেছেন।

বাংলাদেশে ইন্ডিগোর জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) ও রেনেসা এভিয়েশন সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহিম বলেন, ঢাকা-হায়দরাবাদ গন্তব্যে এয়ারবাস  এ৩২১  উড়োজাহাজ ব্যবহার করা হবে। এ উড়োজাহাজে ২৩২টি ইকোনমি আসন আছে। এর পাশাপাশি ঢাকা থেকে চেন্নাই গন্তব্যে সপ্তাহে দুটি ফ্লাইট, ঢাকা থেকে দিল্লি গন্তব্যে তিনটি ফ্লাইট এবং ঢাকা থেকে কলকাতা গন্তব্যে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে ইন্ডিগো।

সোমবার বিকাল পৌনে পাঁচটায়  উদ্বোধনী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।  ইন্ডিগো প্রতি সপ্তাহে সোম ও শনিবার দুটি করে ফ্লাইট পরিচালনা করবে। এ গন্তব্যে যাওয়া–আসা  ভাড়া ২৬ থেকে ৩০ হাজার টাকার মধ্যে।