রমজানজুড়েই ইফতার বিতরণ করবে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন

রমজানের শুরু থেকে মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশন চট্টগ্রাম নগরে ছিন্নমূল, অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করে আসছে। আওয়ামী লীগের প্রবীণ নেতা ও চট্টগ্রামের সাবেক মেয়র, প্রয়াত এবিএম মহিউদ্দীন চৌধুরীর নামে প্রতিষ্ঠিত ‘মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশন’ শনিবারও (২৩ এপ্রিল) ২১তম রমজানে চট্টগ্রাম নগরে ইফতার বিতরণ করেছে।

এদিন মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম নগরের নন্দন কানন, ষোলশহর, প্রবর্তক মোড়ে প্রায় দুই হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করেন যুবলীগের কেন্দ্রীয় সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। তার ব্যবস্থাপনায় রোজার শুরু থেকে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ফাউন্ডেশনটি।

হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘এবিএম মহিউদ্দীন চৌধুরী ছিলেন দরদী নেতা। প্রতি রমজানে তিনি সহস্রাধিক অসহায় মানুষের জন্য সেহরি ও ইফতারের ব্যবস্থা করতেন। তাদের সঙ্গে নিজেও খেতেন। আজ তিনি নেই। কিন্তু তার আদর্শ রেখে গেছেন। আমরা তার ক্ষুদ্র কর্মী হিসেবে, তার মানবিক গুণাবলী ধারণ করার চেষ্টা করছি।’

মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের এই কর্যক্রম পুরো রমজান জুড়ে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এম কুতুবউদ্দীন চৌধুরী, নাছির উদ্দিন ফাহিম, মোহাম্মদ তসলিম, কাজী দেলোয়ার হোসেন, হোসাইন আহমেদ রুবেল, মোহাম্মদ জাহেদ প্রমুখ।