সেনাবাহিনীর আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

ইফতার ও দোয়ায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, প্রাক্তন সেনাবাহিনী প্রধান, বিভিন্ন দূতাবাসের সামরিক উপদেষ্টা, গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীর অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্য উপস্থিত ছিলেন।

ইফতারের আগে প্রধান অতিথি এবং সেনাবাহিনী প্রধান উপস্থিত অতিথিদের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন। পরে সেনাবাহিনী প্রধান সকলের উদ্দেশ্যে ধন্যবাদজ্ঞাপন করে বক্তব্য রাখেন।

এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান উপস্থিত সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।RELEASE COPY -02