জাহাজ উদ্ধার না হওয়া পর্যন্ত বাংলাদেশি নাবিকদের কলকাতায় থাকতে হবে

বাংলাদেশের জাহাজ এমভি মেরিন ট্রাস্ট ২৪ মার্চ কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে ডুবে যায়। যতদিন না ওই জাহাজ উদ্ধার হচ্ছে ততদিন ওই জাহাজের ১৫ নাবিককে কলকাতাতেই থাকতে হবে।

কলকাতা বন্দরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নাবিকরা জাহাজের সর্বশেষ অবস্থা সম্পর্কে জ্ঞাত এবং উদ্ধার অভিযান শুরু হলে তাদের উপস্থিতির প্রয়োজন হবে। সেজন্য তাদের এখানে থাকা দরকার।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, জাহাজের মালিক ডুবন্ত নৌযানটিকে পরিত্যক্ত ঘোষণা করেছেন এবং উদ্ধার তৎপরতায়ও জড়িত হচ্ছে না। ডুবন্ত জাহাজের কারণে প্রতিদিন বন্দরের ক্ষতি হচ্ছে ৪০ লাখ রুপি।

বন্দরের প্রাথমিক তদন্তে দেখা গেছে, অপরিকল্পিতভাবে মাল উত্তোলনের কারণে জাহাজটি ডুবে যায়।

যেহেতু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, সেজন্য নিয়মানুযায়ী এখন বন্দর কর্তৃপক্ষকেই জাহাজটি উদ্ধারের দায়িত্ব নিতে হবে।

জানা গেছে, বাংলাদেশি নাবিকরা নিরাপদে মেরিন ক্লাবে আছেন।