চাঁদ দেখা না গেলে কালও বিক্রি হবে ট্রেনের টিকিট

রবিবার (১ মে) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে সোমবার (২ মে) টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। চাঁদ দেখা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার। রবিবার (১ মে) দুপুরে বাংলা ট্রিবিউনকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মাসুদ সারওয়ার বলেন, ‘চাঁদ দেখা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আজ  রবিবার চাঁদ দেখা না গেলে কাল সোমবার (২ মে) ও মঙ্গলবারের (৩ মে) টিকিট বিক্রি করা হবে। সব সিদ্ধান্তই চাঁদ দেখার ওপর ভিত্তি করে নেওয়া হবে। অনলাইন এবং কাউন্টার থেকে টিকিট প্রত্যাশীরা টিকিট নিতে পারবেন।’

দুটি ঈদ স্পেশাল ট্রেনসহ ৩৭ জোড়া ট্রেনে এবারের ঈদ যাত্রায় প্রতিদিন প্রায় ৬০ হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রাজধানী ছেড়ে গেছেন বলে জানান কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার।

‘সহজ ডট কম’র পাবলিক রিলেশন্স ম্যানেজার ফরহাত আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাঁদ দেখার পর রেলওয়ের পরবর্তী সিদ্ধান্তের ওপর ভিত্তি করে টিকিট বিক্রি কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রেল কর্তৃপক্ষ যখনই সিদ্ধান্ত জানাবে, সে অনুযায়ী আমরা টিকিট বিক্রির ব্যবস্থা করবো।’

রেল কর্তৃপক্ষ বলছে, ঈদুল ফিতরের দিন কোনও আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। স্পেশাল ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না, শুধুমাত্র স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে।