লঞ্চে উঠতে গিয়ে প্রায় পা বিচ্ছিন্ন শাহজালালের

সদরঘাট লঞ্চ টার্মিনালে তাড়াহুড়ো করে লঞ্চে উঠতে গিয়ে লঞ্চ ও পন্টুনের মাঝে চাপা খেয়ে পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে এক যাত্রীর। ভুক্তোভোগী শাহজালাল (৩৭) ঈদ করতে পটুয়াখালীর উদ্দেশে ঢাকা ছাড়ছিলেন। প্রথমে তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকের পরামর্শে তিনি এখন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার (১ মে) সকাল ৮টার দিকে পটুয়াখালীগামী এমভি পূবালী-১২ লঞ্চটি ঘাটে ভিড়লে এ ঘটনা ঘটে।

এছাড়াও এ ঘটনায় অপর এক যাত্রী সামান্য আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার ও সদরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু সায়েম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘পটুয়াখালীগামী এমভি পূবালী-১২ লঞ্চটি ঘাটে ভিড়লে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। এসময় ঠেলাঠেলির চাপে লঞ্চ ও পন্টুনের মাঝে পড়ে চাপা খান শাহজালাল। তার বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ প্রায় আলাদা হয়ে যায়।