ঈদ শেষে ট্রেনে ফেরার পথও স্বস্তির

অন্যান্য বছরের তুলনায় এবার ট্রেনে ঈদযাত্রা সন্তোষজনক ছিল বলে জানিয়েছেন ট্রেন যাত্রীরা। টিকিট পেতে একটু ঝামেলা হলেও ঈদে ঢাকার বাইরে যাতায়াতে কোনোধরনের সমস্যা হয়নি, এমন মন্তব্য ঈদ শেষে ট্রেনে ঢাকা ফেরা যাত্রীদের।

শুক্রবার (৬ মে) রাজশাহী থেকে সিল্ক সিটিতে করে কমলাপুর স্টেশনে আসা চাকরীজীবী মোহম্মদ দিপু বলেন, ‘ওভার অল বলতে গেলে ঈদযাত্রা ভালো ছিল। অন্যান্য বছরের তুলনায় ট্রেন সার্ভিসের গতি বেড়েছে বলে মনে হচ্ছে।’

ছবি: নাসিরুল ইসলাম

ট্রেন কিছুটি বিলম্বিত হলেও যাত্রাপথে বিশেষ কোনও অসুবিধা হয়নি বলে জানালেন হাওর এক্সপ্রেসে করে ময়মনসিংহ থেকে ঢাকায় আসা মোহম্মদ ফারুক। তিনি বলেন, ‘ট্রেন ২৫ মিনিট লেট ছিল। তবে কোনও অসুবিধা হয়নি। কমবেশি লোক আসছে।’

লোকাল ট্রেন খ্যাত ঈশ্বরদী এক্সপ্রেসের যাত্রী জাফরুল বলেন, ‘ট্রেনে বেশ গরম ছিল। যাত্রাপথে বিরতিও ছিল বেশি। তবে সেভাবে ঠেলাঠেলি করে আসতে হয়নি।’

ছবি: নাসিরুল ইসলাম

যাত্রীদের কেউ কেউ বলছেন, গড়পড়তায় চলছে ট্রেন সার্ভিস। এ বিষয়ে হাওড় এক্সপ্রেসের যাত্রী হিমেল বলেন, ‘একেবারে উন্নতও বলা যাবে না, খারাপও না। তবে এর থেকে আরও ভালো সার্ভিস আশা করছি।’