বগুড়ায় জানালা দিয়ে দুর্বৃত্তের ছোড়া এসিডে এক শিশুসহ তিন জন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, দিপালী রানী (৩৫), বীনা রানী (২২) ও সূর্য চন্দ্র কর্মকার (৩ মাস)।
বৃহস্পতিবার (৫ মে) দিবাগত রাত তিনটার দিকে বগুড়ার গাবতলী থানার তেলিহাতি গ্রামে তারা এ হামলার শিকার হন।
আহতদের উদ্ধার করে প্রথমে বগুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
চিকিৎসকের বরাত দিয়ে দগ্ধ শিশুর বাবা সাগর চন্দ্র কর্মকার জানান, তার একমাত্র ছেলে সূর্যের শরীরের প্রায় ১০ শতাংশ ঝলসে গেছে। অপর দুজনের হাতসহ শরীরের কিছু অংশ ঝলসে গেছে।
তিনি আরও বলেন, কারা এমনটা ঘটিয়েছে তা নিশ্চিত করা যায়নি। কারও সঙ্গে তাদের শত্রুতা নেই বলেও তিনি জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক এ এস আই আব্দুল্লাহ খান জানান, বর্তমানে শিশুসহ তিন জন চিকিৎসাধীন রয়েছেন।