প্রবাসী সাংবা‌দিক‌দের কৃতজ্ঞতা জানালেন রো‌জিনা ইসলা‌ম

পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে গিয়ে গ্রেফতার হওয়ার সময় সমর্থন জানানোয় প্রবাসী সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রথম আলোর সি‌নিয়র সাংবা‌দিক রোজিনা ইসলাম। সেই সঙ্গে আমৃত‌্যু ‘সাহসী সাংবা‌দিকতায়’ নি‌জে‌কে নিয়োজিত রাখারও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

লন্ডন সফররত রোজিনা ইসলামের সম্মানে বৃহস্পতিবার (১২ মে) রাতে এক মতবিনিময় সভার আয়োজন করে ইউকে-বাংলা প্রেসক্লাব। সেই মতবিনিময় সভায় এমন প্রত্যয়ের কথা জানান তিনি।

প্রসঙ্গত, সাংবাদিক রোজিনা ইসলাম গত ১৭ মে পেশাগত দায়িত্ব পালন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে হেনস্তার শিকার হন। তাকে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখা হয়। শতবছরের পুরনো ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে’ গ্রেফতার দেখানো হয় তাকে। পরে জামিনে মুক্তি পান রোজিনা ইসলাম।

লন্ডনে রোজিনা ইসলাম

রোজিনা ইসলাম গ্রেফতার হওয়ার পর তার মু‌ক্তির দাবি‌তে বিদেশের মাটিতে ইউকে-বাংল‌া প্রেসক্লাব বিভিন্ন কর্মসূচি পালন করে। এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রোজিনা ইসলাম।

পূর্ব লন্ড‌নের এক‌টি হ‌লে প্রেসক্লাব সভাপ‌তি কে এম আবু তা‌হের চৌধুরীর সভাপতি‌ত্বে ও সাধারণ সম্পাদক মুন‌জের আহমদ চৌধুরীর প‌রিচালনায় সভায় অতিথি হি‌সে‌বে বক্তব‌্য দেন সা‌বেক ডেপু‌টি মেয়র অহিদ আহ‌মেদ, ড. হাসনাৎ হো‌সেন, ব‌্যা‌রিস্টার নাজির আহমদ, শামসুল আলম লিটন, শাহ মে‌হেদী, আতাউল্লাহ ফারুক, মিছবাহ জামাল, কাউন্সিলার কবীর হোসেন, সাংবাদিক এনাম চৌধুরী, আনোয়ারুল ইস‌লাম অভি, ফখরুল ইসলাম খছরু, সাইদুল ইসলাম আজিজুল আম্বিয়া, ‌নজরুল খান, সৈয়দ স‌ু‌হেল আহমদ, আফসার উদ্দীন, শোভা মতিন প্রমুখ।