হাজারীবাগ থানা পুলিশের হেফাজতে আসামির মৃত্যু

রাজধানীর হাজারীবাগ থানা পুলিশের হেফাজতে মিজানুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, মাদকসহ আসামিকে আটকের পর নিয়ে আসা হচ্ছিল। থানার গেটে পৌঁছালে অসুস্থ বোধ করে সে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (১২ মে) রাতে এ ঘটনা ঘটে। 

শনিবার (১৪ মে) সকালে এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, মিজানুর রহমান নামে ওই যুবকের কাছে ইয়াবা পাওয়া যায়। তাকে নিয়ে আসার সময় থানার গেটে পৌঁছালে হঠাৎ অসুস্থ বোধ করে সে। এক পর্যায়ে তার শরীর অস্বাভাবিকভাবে ঘামাতে থাকে। এরপর তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তবে এ বিষয়ে ‘আইনি জটিলতায়’ পড়তে চাইছেন না তার স্বজনরা। মৃত মিজানুর রহমানের বড় ভাই মজিবুর রহমান বলেন, ‘উপরে আল্লাহ আছেন। আর কিছু বলার নাই আমার।’

মিজানুর রহমানের স্ত্রীও তার স্বামীর মৃত্যুর বিষয়ে কথা বলতে রাজি হননি।