রাজধানীর পূর্ব কদমতলীতে ক্যাবল টিভির (ডিশ) সংযোগলাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম হেলাল উদ্দিন (৩০)। তিনি সায়মন স্যাটেলাইটের লাইনম্যান ছিলেন।
শনিবার (১৪ মে) বিকাল সাড়ে ৩টায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতের সহকর্মী মো. জনি মিয়া জানান, বিকালে পূর্ব কদমতলী রায়েরবাগে লাইন মেরামতের জন্য বিদ্যুতের খুঁটিতে ওঠে হেলাল। কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে একটি বাউন্ডারি দেওয়ালের উপর পড়ে সে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় সুফিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে বিকাল ৫টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃত হেলাল উদ্দিন ভোলা জেলার তমিজউদ্দিন উপজেলার শ্যাম্বড়া খাসেরহাট গ্রামের আনা মিয়ার ছেলে। পূর্ব কদমতলী রায়েরবাগে একটি মেসে থাকতো সে। তার পরিবার গ্রামে থাকতো। এক ছেলের জনক হেলাল।