হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম  ১৮ মে’র মধ্যে করতে হবে

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫  জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫  হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমনের সুযোগ পাবেন। এজন্য ২০২২ সালের হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম ১৬ থেকে ১৮ মে করতে হবে। শনিবার (১৪ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনে কল সেন্টার নাম্বারে (09602666707) যোগাযোগ করা যাবে। হজযাত্রীর বিমান ভাড়া, সৌদি আরবের বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ, মুয়াল্লিম ফি, জমজমের পানি, খাবার খরচ এবং অন্যান্য ফি হিসাব করে ২০২২ সালের জন্য সরকারি ব্যবস্থাপনার জন্য ২টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এ সর্বমোট ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা এবং সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-২ এ সর্বমোট ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সাধারণ প্যাকেজ মূল্য ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। তবে এ প্যাকেজের মধ্যে  কোরবানির খরচ অন্তর্ভুক্ত নয়। এজন্য প্রত্যেক হজযাত্রীতে অতিরিক্ত ১৯ হাজার ৬৮৩ টাকা ব্যয় করতে হবে।

 হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, প্যাকেজের টাকা ১৮ মের মধ্যে  জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাব অথবা টাকা জমা দেওয়ার রশিদ গ্রহণ করতে হবে।