ঢাকা ট্রাভেল মার্ট শুরু হচ্ছে ২ জুন

আগামী ২ জুন শুরু হচ্ছে পর্যটন খাতের মেলা ঢাকা ট্রাভেল মার্ট। ৩ দিনব্যাপী এই মেলা রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। এবারের মেলায় অংশ নিচ্ছে এয়ারলাইন, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর এবং ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত সেবা প্রদানকারী বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান।

আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন মেলার ১৭তম এই আসরটি আয়োজন করছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দা বাংলাদেশ মনিটর।

মেলার আয়োজক বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, “আমার বিশ্বাস, করোনা মহামারির কারণে গত ২ বছরে বিপর্যস্ত পর্যটন খাতের পুনরুজ্জীবনকে ত্বরান্বিত করতে সহায়তা করবে ঢাকা ট্রাভেল মার্ট। দেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সহায়ক ভূমিকা রাখবে। বিশ্বজুড়ে ২ বছরব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞার পর দেশি-বিদেশি এয়ারলাইন ও পর্যটন পণ্যগুলোকে পর্যটকদের সামনে তুলে ধরার একটি অনন্য সুযোগ তৈরি হবে। মেলার টাইটেল স্পন্সর ও কো-স্পন্সর হিসেবে থাকছে অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) ট্রিপ লাভার এবং বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এদিকে ২১ জুন ইউএস-বাংলা এয়ারলাইন্সের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে  সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, ট্রিপ লাভার লিমিটেডের মহাব্যবস্থাপক ও হেড অফ অপারেশন্স নিশা তাসনীম শেখ এবং বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।