রাজধানীতে এক বাসা থেকে দুই যুবকের লাশ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মো. মেরাজ (২০) ও মো. রুবেল (১৯)। তাদের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

বুধবার (২৫ মে) সকালে কামরাঙ্গীরচর মুসলিমবাগে সুরভী লবণের কারখানার পাশের একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) অনিরুদ্ধ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেরাজ লালবাগে একটি প্লাস্টিক কারখানায় কাজ করতো। কামরাঙ্গীরচর মুসলিমবাগ সুরভী লবণের কারখানার পাশের একটি বাড়িতে তারা ভাড়া থাকে। গতকাল (২৪ মে) তার মা-বাবা নিজ জেলা মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বিক্রমপুর গ্রামের বাড়ি বেড়াতে যায়। মেরাজ একাই বাসায় থাকেন। রাতে মেরাজ তার বন্ধু রুবেলকে (১৯) বাসায় নিয়ে আসে। তারা দুজনে মিলেই বাসায় ছিলেন।’

বুধবার (২৫ মে) সকাল ৯টায় স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানায়। এরপর কামরাঙ্গীরচর থানার এসআই অনিরুদ্ধ সেখানে আসেন। তিনি এসে রুবেলকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পান এবং মেরাজ অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে এলাকার লোকজনের সহযোগিতায় মেরাজকে চিকিৎসার জন্য দুপুর ১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে মৃত রুবেলের কোনো ঠিকানা বা পরিচয় এখনো জানা যায়নি বলে জানায় পুলিশ।

কামরাঙ্গীরচর থানার এসআই অনুরুদ্ধ রায় বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা যায়— দুজনেই বিষ জাতীয় কোনো কিছু খেয়ে মারা গিয়েছে। মেরাজের মুখ দিয়ে লালা বের হচ্ছে। তবে কে বা কারা এই বিষ জাতীয় দ্রব্য পান করিয়েছে নাকি নিজেরাই পান করেছে এ বিষয়ে কোনো কিছু জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।