সাইবার পুলিশের নামে ভুয়া ফেসবুক পেজ, গ্রেফতার ২

সিআইডি’র সাইবার পুলিশ সেন্টার ও ডিএমপি’র সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের নাম এবং লোগো ব্যবহার করে ফেক ফেসবুক পেজ খুলে প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মে) রাজধানীর সেগুনবাগিচা থেকে তাদেরকে গ্রেফতার করে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম। গ্রেফতারকৃতরা হলো— মো. মারুফ হাসান ওরফে শ্রাবণ ওরফে তাজবীর খান ও মো. রওশন হোসেন।

বৃহস্পতিবার (২৬ মে) সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা সাংবাদিকদের বলেন, ভুয়া ফেসবুক পেজ বানিয়ে সাইবার অপরাধের শিকার হওয়া সাধারণ ভিকটিমদের মনে তারা বিশ্বাস স্থাপন করে এবং পরবর্তী সময়ে সহযোগিতার নামে মিথ্যা আশ্বাস দিয়ে নিজেদের বিকাশ বা এজেন্ট নম্বরে টাকা নিয়ে প্রতারণা করে থাকে।

তারা প্রোফাইলে বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্ম পরা জনৈক ব্যক্তির ছবি, কভার ফটোতে সেনাবাহিনীর গ্রুপ ফটো ও ওয়ারেন্ট অফিসারের পদবী ব্যবহার করে ফেক ফেইসবুক চালায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

রমনা মডেল থানায় রুজু করা মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে জানান সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা।