সগিরা মোর্শেদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ৩১ মে

বহুল আলোচিত সগিরা মোর্শেদ হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রত্যক্ষদর্শী রিকশাচালক সালাম মোল্লার জেরা অব্যাহত রয়েছে। পরবর্তী জেরা ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩১ মে দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলামের আদালতে তাকে জেরা শুরু করেন আসামি পক্ষের আইনজীবীরা।এদিন প্রত্যক্ষদর্শী রিকশাচালক সালাম মোল্লার জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরা ও সাক্ষ্য গ্রহণের জন্য বিচারক  নতুন তারিখ ধার্য করেন।

মামলার আসামিরা হলো— নিহতের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন,শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও মারুফ রেজা।

মামলার এজাহার থেকে জানা যায়, সগিরা মোর্শেদের পরিবারের সঙ্গে আসামি সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীনের বিভেদ তৈরি হয়েছিল। এছাড়া শাশুড়ি সগিরাকে অনেক পছন্দ করতেন এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে সগিরা-শাহীনের মধ্যে দ্বন্দ্ব ছিল। সম্বোধন করা নিয়েও পারিবারিক দ্বন্দ্ব ছিল। সগিরার কাজের মেয়েকে মারধর করে আসামি ডা. হাসান আলী চৌধুরী। এ নিয়ে পারিবারিক বৈঠকে সগিরাকে দেখে নেওয়ার হুমকি দেয় শাহীন। আসামিরা নিজেদের বাসায় বসে সগিরাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, ডা. হাসান আলী তার চেম্বারে অপর আসামি মারুফ রেজার সঙ্গে ২৫ হাজার টাকায় হত্যার চুক্তি করে। ১৯৮৯ সালের ২৫ জুলাই মারুফ রেজা ও আনাস মাহমুদ সগিরাকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় সগিরার স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন।