জিএম কাদেরের কার্যক্রম অবৈধ ঘোষণা চেয়ে মামলা, সমন জারি

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের কার্যক্রম অবৈধ ঘোষণা চেয়ে ঢাকার আদালতে মামলা করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাফিজ মাহবুব। মামলায় জিএম কাদেরসহ চার জনকে বিবাদী করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) ঢাকার দ্বিতীয় সহকারী জজ মো. জুলফিকার হোসাইন রনির আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন। মামলার অন্য বিবাদীরা হলেন, জাতীয় পার্টির মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন কমিশন।

মামলায় বলা হয়, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর মারা যান। হাইকোর্ট বিভাগে একটি রিট মামলা বিচারাধীন থাকার পরও জিএম কাদের জাল-জালিয়াতির মাধ্যমে ওই বছর ২৮ ডিসেম্বর কাউন্সিল করে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন। গত ৫ মার্চ গাজীপুর মহানগর কমিটির উপদেষ্টা আতাউর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক সবুর শিকদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. আজিজকে বহিষ্কার করা হয়, যা অবৈধ।

 ২০১৯ সালের ২৮ ডিসেম্বরের কাউন্সিলসহ চলতি বছর ৫ মার্চের বহিষ্কার আদেশ অবৈধ ঘোষণা করতে এবং হাইকোর্ট বিভাগের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় পার্টির পরবর্তী কাউন্সিল স্থগিত রাখতে মামলায় আদেশ চাওয়া হয়।