‘নির্বাচন ঘনিয়ে এলে দেশে অস্থিরতা তৈরি হয়’

সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসলে দেশে অস্থিরতা তৈরির হীন প্রচেষ্টা চালানো হয়, সমাজের দুর্বল জনগোষ্ঠী বিশেষ করে সংখ্যালঘু, আদিবাসীদের উপর নিপীড়নের খড়গ নেমে আসে। এমনকি সংখ্যালঘুদের দেশত্যাগে বাধ্য করা হয়।’

শুক্রবার (২৭ মে) রাজধানীর পুরানা পল্টন মোড়ে ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো ও আসন্ন জাতীয় বাজেটে শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবিতে’ যৌথভাবে মানববন্ধন আয়োজন করে জাতীয় শ্রমিক জোট ও সম্মিলিত সামাজিক আন্দোলন।

মানববন্ধনে অংশ নিয়ে সালেহ আহমেদ আরও বলেন, ‘আমাদের এখন থেকে সেই সব বিষয়ে অধিকতর সতর্ক থাকতে হবে। জাতীয় সংখ্যালঘুদের নিরাপক্তা নিশ্চিত করতে হবে। আসন্ন জাতীয় বাজেটে সমাজের দুর্বল জনগোষ্ঠী ও সংখ্যালঘুদের সামাজিক নিরাপত্তা সুরক্ষায় বরাদ্দ রাখতে হবে।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় শ্রমিক জোট সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ।