জিএসই ইকুইপমেন্টের ধাক্কায় বিমানের উড়োজাহাজ গ্রাউন্ডেড

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং বে-তে বিমানের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ জিএসই ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রাউন্ডেড করা হয়েছে। উড়োজাহাজটি মেরামত শেষে পুনরায় সচল হতে কয়েকদিন লাগতে পারে।

সোমবার (৬ জুন) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানিয়েছেন, শনিবার (৪ জুন) রাতে এই দুর্ঘটনা ঘটে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি টো-ট্রাক্টর বিমানের পার্কিং করা উড়োজাহাজের সামনের অংশে আঘাত করে। উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতের জন্য হেঙ্গারে নেওয়া হয়েছে। উড়োজাহাজের নির্মাতা বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ করে মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনা তদন্তে বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একইসঙ্গে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

বিমানের মুখপাত্র  তাহেরা খন্দকার বলেন, ‘বিমানের  উড়োজাহাজটি মেরামত করার জন্য বোয়িংকে জানানো হয়েছে। তাদের অনুমোদন আসার পর দুই দিনের মধ্যে উড়োজাহাজটি মেরামত করা হবে। উড়োজাহাজের ক্ষতির পরিমাণ কতটা তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।’