সীতাকুণ্ডে আগুন: আরও ২ জনকে বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর

সীতাকুণ্ডের বি এম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে আহত ছয় জন ভর্তি হয়েছিলেন ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। সেখান থেকে দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। এদিন সকালে তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রোগীদের দেখতে যান। তার সঙ্গে ছিলেন আবাসিক সার্জন ডা. আইউব হোসেন ও সহযোগী অধ্যাপক ডা. হেদায়েত হোসেন। 

সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে বলেন, ছয় জনের একজনের চোখের অবস্থা গুরুতর। তার কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে।  আর বাকিদের চিকিৎসা নিলে আশা করছি ঠিক হয়ে যাবে। দুজন বার্ন রোগী ছিল তাদেরকে চিকিৎসার জন্য আমাদের এখানে নিয়ে এসেছি।

এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।