অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সভায় বিস্তারিত আলোচনা শেষে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়— যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে অনুষ্ঠেয় ২২তম কমনওয়েলথ গেমসে ৭টি ডিসিপ্লিনে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সদস্যরা আগামী ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে বার্মিংহাম এবং ২ আগস্ট হতে ১০ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে বাংলাদেশের উদ্দেশ্যে বার্মিংহাম ত্যাগ করবে।

তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠেয় ৫ম ইসলামিক সলিডারিটি গেমসে ১১টি ডিসিপ্লিনে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সদস্যরা আগামী ৩ আগস্ট থেকে ১৫ আগষ্ট পর্যন্ত পর্যায়ক্রমে কোনিয়া এবং ১২ আগস্ট হতে ১৯ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে বাংলাদেশের উদ্দেশ্যে কোনিয়া ত্যাগ করবে।

২০২২ সালের অক্টোবর/নভেম্বর মাস হতে আরম্ভ করে ২০২৩ সালের ফেব্রুয়ারি/মার্চ মাসে স্কুল-কলেজের শিক্ষা কার্যক্রম বিবেচনা করে সুবিধাজনক সময়ে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস’ ঢাকায় আয়োজন এবং এ উপলক্ষে একটি স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী জুলাই মাসে সুবিধাজনক সময়ে অলিম্পিক ডে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।284777832_7531091783627729_7172872908324423132_n

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে কার্যনির্বাহী কমিটির ওই সভায় আরও ৯টি উপ-কমিটি গঠন করা হয়। এগুলো হলো— স্পোর্টস অ্যান্ড এনভায়রনমেন্ট উপ-কমিটি, উইমেন কমিশন, স্পোর্টস ফর অল উপ-কমিটি, ফেডারেশন কোঅর্ডিনেশন উপ-কমিটি, অ্যাথলেটস উপ-কমিটি, আইন ও নীতি উপ-কমিটি, ডিসিপ্লিন উপ-কমিটি, মার্কেটিং, স্পনসর, কালচার অ্যান্ড অলিম্পিক হেরিটেজ উপ-কমিটি এবং ইন্টারন্যাশনাল রিলেশন উপ-কমিটি।

এর আগে, গত ২৪ মার্চ তারিখে অনুষ্ঠিত বিওএ’র কার্যনির্বাহী কমিটির সভায় ৬টি উপ-কমিটি গঠন করা হয়। সেগুলো হলো— ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি; ফাইন্যান্স, অডিট, প্লানিং ও বাজেট উপ-কমিটি; সলিডারিটি কমিটি; ইনফরমেশন অ্যান্ড মিডিয়া কমিটি; প্রশাসন ও ক্রয় কমিটি এবং মেডিক্যাল অ্যান্ড এন্টি ডোপিং কমিটি।

মাল্টি গেমস এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্যাটাগরিতে বিওএ কার্যনির্বাহী কমিটির সদস্য পদ শূন্য হওয়ায় ওই ২টি সদস্য পদে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ১৬তম সভাপতি হিসেবে সেনাবাহিনী প্রধান ২০২১ সালের ২৪ ডিসেম্বর থেকে দায়িত্ব পালন করে আসছেন।