কানাডা গেছেন বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান তার স্ত্রী এবং ৩ জন সফরসঙ্গীসহ  রবিবার (১২ জুন) ৮ দিনের সরকারি সফরে কানাডা গেছেন। রয়েল কানাডিয়ান বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মেইনজিজারের আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এই সফরে যান।

সোমবার (১৩ জুন) আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কানাডা অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা ববি কউন এবং কানাডিয়ান গ্লোবাল অ্যাফেয়ার্সের সহকারী উপমন্ত্রী পল থোপ্পিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ভ্যাঙ্কুবার প্রদেশে অবস্থিত অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান ক্যাসকেড অ্যারোস্পেস, ম্যাক্সক্রাফট এভিওনিকস ফ্যাসিলিটিস এবং হেলিওয়েলডার্স কানাডা ফ্যাসিলিটি পরিদর্শন করবেন। পরিদর্শনকালে তিনি ক্যাসকেড অ্যারোস্পেসে সংস্কার প্রক্রিয়ার অধীনে থাকা বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমানের বর্তমান অবস্থা সরেজমিন ঘুরে দেখবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার রক্ষণাবেক্ষণসহ অন্যান্য পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে। বিমান বাহিনী প্রধান আগামী ২৩ জুন দেশে ফিরবেন।