কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

রাজধানীর কদমতলীর জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াছিন হাওলাদার (১২) নামে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুন) রাতে ওই এলাকার মেডিক্যাল রোডের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের মা নাদিয়া আক্তার জানান, ইয়াসিন বৈদ্যুতিক তাতাল দিয়ে খেলনার তার জোড়া লাগানোর এক পর্যায়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে রাত সোয়া দশটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা আরও বলেন,  ইয়াসিনের একটি ব্যাগে বৈদ্যুতিক তাতালসহ অনেক কিছু রাখা থাকতো। মাঝেমধ্যে সেগুলো দিয়ে কিছু একটা তৈরির চেষ্টা করতো সে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ইয়াসিন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আলিপুর গ্রামের ভ্যানচালক আলম হাওলাদারের ছেলে। মা নাদিরা বেগম একটি লোহার এঙ্গেলের কারখানায় রঙের কাজ করেন। শিশু ইয়াছিন একটি কারখানায় কাজ করতো। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।