সড়ক দুর্ঘটনায় বাবাসহ বিএএফ শাহীন কলেজের দুই শিক্ষার্থী আহত

রাজধানীর শাহবাগে ট্রাকের ধাক্কায় বাবাসহ দুই সন্তান আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৫ জুন) সকালে শাহবাগের হাইকোর্ট মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করিয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন– বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাকসুদুল কায়ছার রয়েল (৪৫), তার মেয়ে রোজমি জাহান রাফা (১৩) ও ছেলে তানভির আহামেদ (৯)। রাফা বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণি এবং তানফির একই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তারা যাত্রাবাড়ীর বিবির বাগিচায় থাকেন।

আহত মাকসুদুলের শ্যালক মো. লিটন জানান, যাত্রাবাড়ী থেকে সকালে তার ভগ্নিপতি ছেলেমেয়েদের নিয়ে মোটরসাইকেলে বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন।

মো. বাচ্চু মিয়া জানান, হানিফ ফ্লাইওভার হয়ে হাইকোর্টের দিকে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় তারা আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।