গরিবদের আহার করাতে হজযাত্রীদের প্রতি আহ্বান

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সারা দেশ থেকে এ বছর ৫৩ হাজার মানুষ হজে যাচ্ছেন। তারা যদি ১০ হাজার টাকা করে দান করেন, তাহলে ৬ লাখ পরিবার ঈদের কয়েকটা দিন  পেট ভরে খেয়ে অতিবাহিত করতে পারবেন। এতে আমার মনে হয়, মহান আল্লাহ বেশি খুশি হবেন।

বৃহস্পতিবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

কোরবানির ঈদে দরিদ্রদের পাশে থাকার আহ্বান জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘নিত্যপণ্যের ঊধ্বগতির কারণে এবার দেশের দরিদ্র মানুষ কোরবানি ঈদে কোনও ধরনের আনন্দ করতে পারবেন না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, দরিদ্র ও অসহায় মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় ঈদের দিন এসব মানুষের চোখে থাকবে পানি। প্রায় তিন কোটি পরিবার এবার ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে।’