নেত্রকোনায় বানভাসি মানুষের পাশে বিজিবি

বন্যাদুর্গত নেত্রকোনা জেলার অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৯ জুন) বিজিবি'র নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর উদ্যোগে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার দুর্গম মেন্দিপুর ইউনিয়নের ২ নং, ৪ নং ও ৫ নং ওয়ার্ডের বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ব্যাটালিয়নের প্রতিটি সদস্য বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে ত্রাণসামগ্রী (চাল, ডাল, আটা, তৈল, চিনি,চিরা, গুড়, বিস্কুট, মোমবাতি, ও লাইটার) বিতরণ করেছে।

ত্রাণ বিতরণের সময় খালিয়াজুড়ি উপজেলার এসিল্যান্ড এবং খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হাকিম, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য আক্কাস আলী, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য হিরণ মিয়া এবং ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য প্রণয়সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।