সপ্তাহের ব্যবধানে শনাক্ত বাড়লো ৩৮৩ শতাংশ

এক সপ্তাহের ব্যবধানে করোনায় শনাক্ত ৩৮৩ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়। পাশাপাশি করোনা পরীক্ষাও বেড়েছে ২৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, গত ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত শনাক্তের হার বলছে তা আগের সপ্তাহ থেকে ১১৮ শতাংশ বেশি। এই সময়ে শনাক্ত হয়েছিলেন ৪৫৮ জন। এরপর গত ১৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত শনাক্ত হয়েছে ২ হাজার ২১২ জন। যা আগের সপ্তাহ থেকে ৩৮৩ শতাংশ বেশি।

ঢাকায় শনাক্তের হার সবচেয়ে বেশি। নমুনার বিপরীতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৮৭৩ জনের মধ্যে ঢাকা শহরে ৭৯৮ জন শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকা বিভাগে ৮১০ জন, ময়মনসিংহে একজন, চট্টগ্রামে ৪৬ জন, রাজশাহীতে ৬ জন, খুলনায় ৪ জন, বরিশালে ৫ জন এবং সিলেটে ১ জন শনাক্ত হয়েছে।