মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীকে চাপা দেওয়া গাড়িচালক গ্রেফতার

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজের শিক্ষার্থীকে চাপা দেওয়া এনা পরিবহনের বাস চালককে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। চালকের নাম আবুল হোসেন (৪৫)।

 

বাসচাপায় শিক্ষার্থী আহতের ঘটনায় তিন ঘণ্টা সড়ক অবরোধ

 

সোমবার (২০ জুন) সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (১৯ জুন) সন্ধ্যায় উত্তরা আবদুল্লাহপুরে এনা পরিবহনের একটি গাড়ি (ঢাকা মেট্রো ব-১৪৫৮১৩) মাইলস্টোন কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী সাদনান ফেরদৌস সাদকে চাপা দেয়। এতে সাদনান গুরুতর আহত হয়। এখন সে চিকিৎসাধীন।

ঘটনার পর সোমবার (২০ জুন) বিকালে মাইলস্টোন কলেজ ও উত্তরা কলেজ গাড়ির চালক ও হেলপারের বিচারের দাবিতে উত্তরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এরপর পুলিশ আবুল হোসেনকে গ্রেফতার করে। তার গ্রামের বাড়ি হাজীপুরের শ্রীপুর এলাকায়।

ওসি জানিয়েছেন, এ ঘটনায় বাসটিও আটক করা হয়েছে। চালকের বিরুদ্ধে সড়ক আইনে মামলা হয়েছে।