বন্যাদুর্গতদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

নেত্রকোনায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।  মঙ্গলবার (২১ জুন) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর সদস্যরা ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ত্রাণ সহায়তা এবং বিতরণের ধারাবাহিকতায় নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২ নম্বর ওয়ার্ডের আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ নম্বর ওয়ার্ডের কল্যানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে সহায়তা দেওয়া হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ ১৫০ পরিবারের মাঝে ত্রাণ (চাল, ডাল, চিনি, চিড়া, গুড় ও বিস্কুট) বিতরণ করা হয়েছে। ’

এ সময় কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শামীম মোড়ল, ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।