রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে দুজন

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীসহ দুই ব্যক্তি সর্বস্ব খুইয়ে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন। তারা হলেন, মিরপুরের পূরবী এলাকায় ব্যবসায়ী ফারুক সিকদার ও শফিকুল ইসলাম। বুধবার (২২জুন) দুপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে ঘটনা। এর মধ্যে ফারুক সিকদার চার লাখ টাকা ও শফিকুল ইসলাম ৮ লাখ টাকা খুইয়েছেন বলে দাবি স্বজনদের।

হাসপাতালে নিয়ে আসা ফারুকের ভাগ্নে তারিকুল ইসলাম জানান, তার বাড়ি আশুলিয়ার জিরাবোতে। সেখানে তার শার্ট প্যান্টের ব্যবসা। সকালে বাসা থেকে ৪ লাখ টাকা নিয়ে ঢাকার উদ্দেশে মাল কেনার জন্য আসছিলেন। পূরবীতে অচেতন তাকে উদ্ধার করে স্থানীয়রা। তারাই তারিকুলকে খবর দেন। তাকে প্রথমে মিরপুরে ইসলামিয়া হাসপাতাল নিয়ে যাওয়ার হয়। এরপর বিকাল ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে শফিকুলের ছোট ভাই আব্দুস সামাদ জানান, শফিকুল ময়মনসিংহ জেলার নান্দাইল পলাশিয়া গ্রাম থেকে একটি ব্যাগে করে ৮ লাখ টাকা নিয়ে বনানীতে একটি অফিসে আসার উদ্দেশে বের হয়েছিলেন। তাদের ছোট দুই ভাই শরীফ ও আরিফ সৌদি আরবের যাবে বলে ভিসার জন্য টাকা জমা দেওয়ার কথা ছিল তার। পরে তারা খবর পান শফিকুল কাকলিতে অচেতন অবস্থায় পড়ে আছেন। স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে বিকাল চারটায় অচেতন অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান অচেতন দুজনকে জরুরি বিভাগে স্টোমাক ওয়াশ শেষে মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়েছে। তারা চিকিৎসাধীন।