পানি উন্নয়ন বোর্ডের ৫৫টি ড্রেনেজ আউটলেট স্ট্রাকচার হস্তান্তর

ঢাকা সমন্বিত বন্যা প্রতিরোধ প্রকল্পের আওতায় নির্মিত ৫৫টি ড্রেনেজ আউটলেট স্ট্রাকচার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসিসি) হস্তান্তর করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

রবিবার (২৬ জুন) রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারকে দক্ষিণ সিটির পক্ষে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষে সংস্থার মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ সই করেন।

এই সমঝোতার মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন ঢাকা সমন্বিত বন্যা প্রতিরোধ প্রকল্পের আওতায় নির্মিত ৩৭টি রেগুলেটর এবং বুড়িগঙ্গা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় পানি নিষ্কাশনের জন্য নির্মিত ১৮টি ড্রেনেজ আউটলেট ট্রাকচার অর্থাৎ সর্বমোট ৫৫টি রেগুলেটর বা ড্রেনেজ আউটলেট স্ট্রাকচার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হলো।

এখন থেকে দক্ষিণ সিটি করপোরেশন এসব ড্রেনেজ আউটলেট মেরামত, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘ঢাকা ওয়াসার কাছ থেকে দুই সিটি করপোরেশনের কাছে খাল হস্তান্তরের পর সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন, খনন-পুনঃখনন ও সংস্কার করা হচ্ছে। দখল হয়ে যাওয়া অনেক জায়গা ও খাল উদ্ধার করা হয়েছে। ফলে এ বছর জলাবদ্ধতা অনেক কম হয়েছে। আগে ঢাকা শহরের রাস্তাঘাট পানিতে তলিয়ে যেতো, এখন কিন্তু সেই পরিস্থিতি নেই।’

তিনি জলাবদ্ধতা নিরসনে ঢাকার দুই মেয়রের প্রশংসা করেন এবং এগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণের নির্দেশনা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘ঢাকায় বৃষ্টির পানি সরে যাওয়ার প্রাকৃতিক ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। আগে বৃষ্টির পানি খাল দিয়ে নদীতে চলে যেতো কিন্তু এখন এসব খাল ও নদী প্রায় ভরাট হয়ে গেছে। সিটি করপোরেশন রাজধানীর খালগুলো সংস্কার ও সৌন্দর্যবর্ধনের দায়িত্ব নিতে যাচ্ছে, যা আশাব্যঞ্জক।’

ডিএসসিসির মেয়র তাপস ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন এসব রেগুলেটর ও ড্রেনেজ আউটলেটের ভূমিকা উল্লেখ করে তা করপোরেশনের কাছে হস্তান্তরের অনুরোধ করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় এই সমঝোতা স্মারক সই হলো।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন– স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।