মানবদেহের হাড়-খুলিসহ ৩ তরুণ গ্রেফতার

মানবদেহের ৮৮টি হাড় ও মাথার খুলিসহ তিন তরুণকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো— রুবেল (২২), মনিরুজ্জামান মনির (২৩) ও হারুন রশিদ রুবেল (২৪)। সোমবার (২৭ জুন) কমলাপুর রেলওয়ে থানা পুলিশ স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

তাদের কাছ থেকে ট্রাভেল ব্যাগে থাকা একটি পলিথিনে মোড়ানো মানবদেহের ৮৮টি হাড় ও মাথার খুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ জুন) কমলাপুর রেলওয়ে থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই তরুণদের আটক করার পর তাদের ব্যাগ তল্লাশী করে মানবদেহের হাড়গোড় পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতার তিন তরুণের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায়। তারা মুক্তাগাছা এলাকার কোনও একটি কবরস্থান থেকে মানবদেহের এসব হাড়গোড় তুলে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে এনেছিল।  এর আগেও দুই বার তারা মানবদেহের হাড় ঢাকায় এনে বিক্রি করেছে। ঢাকায় এসব হাড় ও খুলির ক্রেতা কারা, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

পুলিশ কর্মকর্তারা জানান, তিন তরুণ সড়ক পথে ময়মনসিংহ থেকে ঢাকায় আসে। এরপর তারা হাড়-খুলির ওই ব্যাগটি নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে কারও জন্য অপেক্ষা করছিল। কিন্তু তার আগেই পুলিশ তাদের গ্রেফতার করে।