ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, উপচেপড়া ভিড়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় দেখা গেছে।

শুক্রবার (১ জুলাই) সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। 

৫ থেকে ৯ জুলাইয়ের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করছে রেলওয়ে। টিকিট বিক্রি চলবে ৫ জুলাই পর্যন্ত।

ফিরতি টিকেট বিক্রি হবে ৭ জুলাই থেকে। মোট টিকিটের অর্ধেক বিক্রি হবে ওয়েবসাইটে এবং অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে বাকি অর্ধেক।