X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শেষ দিনে স্বস্তির ট্রেনযাত্রা

আরমান ভূঁইয়া 
১০ এপ্রিল ২০২৪, ১৩:৫৭আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৪:০৭

রাত পোহালেই ঈদ। নাড়ির টানে বাড়ি যাচ্ছেন হাজার হাজার মানুষ। উপলক্ষ পরিবারের সঙ্গে স্বস্তিতে ঈদ উদযাপন। সেই স্বস্তি যেন আরেকটু বাড়িয়ে দিয়েছে ট্রেনযাত্রা। ভিড় কিংবা কোনও ধরনের ভোগান্তি ছাড়াই শেষ দিনে ঢাকা ছাড়ছেন যাত্রীরা।

বুধবার (১০ এপ্রিল) ঈদযাত্রার শেষ দিনে অনেকটা ফাঁকা আসন রেখেই ট্রেন ছাড়ছে। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন জেলার ট্রেন ছেড়ে যায়। দু-একটি ছাড়া অধিকাংশ ট্রেন সময়মতো ছেড়ে গেছে। যাত্রীদের চাপ নেই। কিছু আসন ফাঁকা রেখেই ট্রেন ছেড়েছে। বলা চলে স্বস্তিতেই ঢাকা ছাড়ছেন ট্রেন যাত্রীরা। যদিও ঈদকে ঘিরে গত কয়েকদিন যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল কমলাপুর রেল স্টেশনে। 

ঈদযাত্রায় প্রতি বছর ট্রেনের শিডিউল বিপর্যয়, নিরাপত্তাহীনতা, ট্রেনের পরিবেশ ভালো নেই– এমন নানা অভিযোগ থাকলেও এ বছর যাত্রীদের কাছে এমনকিছু শোনা যায়নি। বরং ভিড় ও ভোগান্তিহীন ট্রেন যাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

সুন্দরবন ট্রেনের যাত্রী আসিফ আকরাম বলেন, ‘গতকাল অধিকাংশ মানুষ বাড়ি চলে গেছে। এ জন্য আজ ট্রেনে কোনও ভিড় নেই। যে কারণে কোনও ধরনের ভোগান্তি ছাড়াই বাড়ি যাচ্ছি।’

তিনি বলেন, ‘বাবা-মার সঙ্গে ঈদ উদযাপন করতে পারবো। এর চেয়ে আনন্দের আর কী আছে! তবে, ভিড় নেই, ভোগান্তি নেই– এটাও একটা আনন্দ।’

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রী সাদ্দাম হোসেন বলেন, ‘আজকের ঈদের শেষ দিনে ভিড় নেই। ট্রেনের কোয়ালিটিও গতবারের চেয়ে ভালো। স্বস্তিতে বাড়ি যেতে পেরে বেশ ভালো লাগছে।’

স্ত্রী-সন্তান নিয়ে ঈদ উদযাপন করতে সিলেট যাচ্ছেন মিজানুর রহমান। তিনি বলেন, ‘পরিবার নিয়ে বাসে যাত্রা করা অনেক কষ্টের। ঈদযাত্রায় শেষ দিন হওয়ায় কোনও ভিড় নেই। অনেক স্বস্তিতেই যাওয়া যাচ্ছে।’

আরেক যাত্রী সারোয়ার হোসেন বলেন, ‘প্রতিবার টিকিট পেতে অনেক কষ্ট হয়। এবার অনলাইনে ভোগান্তি ছাড়া টিকিট কাটতে পেরেছি। স্টেশনের পরিবেশও চমৎকার। ভিড় বা ধাক্কাধাক্কি নেই। টিকিট দেখিয়ে স্টেশনে ঢুকতে হচ্ছে।’

জানা গেছে, ঈদের শেষ দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার কমলাপুর থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় ২৫টি ট্রেন ছেড়ে গেছে। এরমধ্যে একটি ট্রেন ঈদস্পেশাল। সকাল পৌনে ৫টায় দেওয়ানগঞ্জ এক্সপ্রেস দিয়ে শেষ দিনের যাত্রা শুরু হয়। পরে ধুমকেতু, পারাবত, নীলসাগর, এগারো সিন্ধুক, সোনার বাংলা, তিস্তাসহ দুপুর পর্যন্ত ২৫টি ট্রেন ছেড়ে গেছে।

ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘গতকাল পর্যন্ত ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। কেননা সবার ধারণা ছিল, বুধবার ঈদ হতে পারে। এ কারণে শেষ দিনে স্টেশনে কোনও ভিড় নেই। এখন পর্যন্ত ঈদযাত্রায় ট্রেনের কোনও শিডিউল বিপর্যয় ঘটেনি। সকাল থেকে দুপুর পর্যন্ত ২৫টি ট্রেন ছেড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে ও আইনশৃঙ্খলা বাহিনী নানা রকম ব্যবস্থা নিয়েছে। নিরাপত্তার দিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া যাত্রীদের যাতে কোনও ভোগান্তি না হয়, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

/এবি/আরকে/
সম্পর্কিত
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে