মহাসড়কের ৯ ডাকাত গ্রেফতার

মহাসড়কে বিভিন্ন পরিবহন ও গাড়িতে ডাকাতি করা চক্রের ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। সোমবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর কাওরান বাজারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এ তথ্য জানানা।

তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গাজীপুর মহানগরীর ঝাঁজর এলাকা থেকে আন্তঃজেলা ডাকাতচক্রের ৯ জন সক্রিয় সদস্যকে দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১।’

৩ জুলাই দিবাগত রাত ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হচ্ছে— শহিদুল ইসলাম (৩৪),  আয়নাল মিয়া ওরফে আয়নাল হক ওরফে আয়নাল (৩৯), আন্ডু মিয়া (৫৭), আজিজুল ইসলাম ওরফে আইনুল (৩২), উজ্জল চন্দ্র মহন্ত (২৭), মো. শাহিন ওরফে সজিব (৩৩), মো. শহিদ, রনি সরকার (২৪) ও  আব্দুল গাটু মিয়া (৪০)। তাদের কাছ থেকে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের সদস্য সংখ্যা আনুমানিক ১০/১২ জন। এই ডাকাত চক্রের সর্দার শহিদুল ইসলাম। তার অন্যতম সহযোগী আন্ডু মিয়া ও আয়নাল মিয়া, যারা ডাকাতির পরিকল্পনা এবং অন্যান্য ডাকাতদের সংঘবদ্ধ করে থাকে। তারা গত ৫ বছর ধরে  রংপুর এবং গাজীপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। প্রথমে তারা চুরি এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকলেও বিভিন্ন দফায় জেলে থাকার কারণে গত কয়েক বছর ধরে ডাকাতি পেশায় জড়িয়ে পড়ে।

গ্রেফতারকৃত শহিদুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে এই ডাকাত দলের মূলহোতা। সে আগে রিকশা চালাতো। পরে বেশি অর্থের লোভে ডাকাতি পেশায় জড়িয়ে পড়ে। তারা সাধারণত প্রতিমাসে ২/৩ বার ৬/৯ জনের দলে সংগঠিত হয়ে প্রথম দিকে রংপুর ও পরে গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক ও মহাসড়কে ডাকাতি করে থাকে। তারা আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মহাসড়কে বড় আকারে ডাকাতি করার জন্য গাজীপুর জেলার গাছা থানার ঝাঁজর এলাকায় সংগঠিত হয়েছিল। গ্রেফতার শহিদুলের বিরুদ্ধে ডাকাতি,ডাকাতির প্রস্তুতি, ধর্ষণসহ ৬টি মামলা রয়েছে। এছাড়া গ্রেফতার অন্যদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তারা সবাই পেশাদার ডাকাত দলের সদস্য।