বিমানের প্রি-হজ ফ্লাইট সম্পন্ন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি বছরের প্রি-হজ ফ্লাইট  সম্পন্ন হয়েছে। এবছর কোটা অনুযায়ী, বিমান ২৯ হাজার ৯৯২ জন হজযাত্রীকে সৌদি আরব পৌঁছে দিয়েছে। প্রি-হজে ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট ও ২০টি শিডিউল ফ্লাইটসহ বিমান মোট ৮৭টি ফ্লাইট পরিচালনা করেছে।

সোমবার (৪ জুলাই) বিমান জানায়,রবিবার (৩ জুলাই) সর্বশেষ প্রি-হজ ফ্লাইট বিজি-৩১৪১ জেদ্দা পৌঁছেছে। এ বছর বিমান লিজ ব্যতীত নিজস্ব ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইটের পাশাপাশি সৌদি আরবে নিয়মিত শিডিউল ফ্লাইট পরিচালনা করেছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ)তাহেরা খন্দকার বলেন, ‘বিমানকর্মীদের আন্তরিকতা, নিরলস পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে সবগুলো ফ্লাইট সঠিক সময়ে পরিচালিত হয়েছে এবং কোনও হজফ্লাইট বাতিল হয়নি।’      

বিমান ঢাকা-জেদ্দায় ৪৪টি, ঢাকা-মদিনায় ১০টি, চট্টগ্রাম-জেদ্দায় ৯টি, চট্টগ্রাম-মদিনায় ২টি, সিলেট-জেদ্দায় ২টি হজ ফ্লাইট পরিচালনা করেছে। শিডিউল ফ্লাইটগুলো শুধু জেদ্দা রুটে হজযাত্রী পরিবহন করেছে।

এবছর বিমানের প্রথম হজ ফ্লাইট শুরু হয় ৫ জুন। আগামী ১৪ জুলাই থেকে বিমানের পোস্ট-হজ ফ্লাইট শুরু করবে।