গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে মা-ছেলে দগ্ধ 

মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকার একটি বাসায় গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে লাগা আগুনে আম্বিয়া খাতুন (৪৫) নামে এক গৃহবধূ ও তার ছেলে কাজল (১৬) দগ্ধ হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে নবীনগর হাউজিংয়ের ২ নম্বর রোডের ৪৭ নম্বর টিনসেট বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধের জামাতা নুর আলম জানান, বাসায় গ্যাসেরর সিলিন্ডার কোনোভাবে লিকেজ হয়েছিল। সারারাত লিকেজে গ্যাস বের হয়েছে। সকালে রান্না করার জন্য দিয়াশালাইর কাঠি জ্বালাতেই আগুন ছড়িয়ে পড়ে। এতে তার শাশুড়ি আম্বিয়ার শরীরে আগুন ধরে যায়। তার চিৎকারে ছেলে কাজল আগুন নেভাতে গেয়ে সে-ও দগ্ধ হয়‌। পরে দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে সকালে পৌনে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানিয়েছেন, আম্বিয়ার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক এবং ছেলে কাজলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে রিলিজ দেওয়া হয়েছে। 

আম্বিয়া ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বউলা গ্রামের রিকশাচালক মনতাজ উদ্দিনের স্ত্রী।