গায়ে আগুন দিয়ে মৃত্যু

হেনোলাক্স কোম্পানির মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

জাতীয় প্রেসক্লাবে গায়ে আগুন দিয়ে গাজী আনিস নামে এক ঠিকাদারের মৃত্যুর ঘটনায় হেনোলাক্স গ্রুপের কর্ণধার নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে গাজী আনিসের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় এই মামলা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম হোসেন খান বাংলা ট্রিবিউনকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে কাজ করছে।

সোমবার (৪ জুলাই) বিকালে জাতীয় প্রেসক্লাব চত্বরের খোলা স্থানে আনিস নিজের গায়ে আগুন দেন। কয়েকজন সংবাদকর্মী আগুন নিভিয়ে তাকে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। পরে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

হেনোলাক্স কোম্পানির কাছে তিনি সোয়া কোটি টাকা পান বলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। মামলায় সেটিও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন...

প্রেসক্লাবে নিজের গায়ে আগুন দেওয়া ব্যক্তি মারা গেছেন

প্রেসক্লাবে নিজের শরীরে আগুন দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

প্রকাশ্যে আত্মহত্যা সমাজে কী বার্তা দেয়