ঈদে মহাসড়কে চলাচল করতে দেওয়ার দাবি বাইকারদের 

নিরাপত্তার ইস্যুতে আন্তমহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ করা ‘কার্যকরী সমাধান নয়’ বলে মনে করছেন বাইক চালকরা। তাদের দাবি, সঠিক আইন প্রয়োগের মাধ্যমে মহাসড়কে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হোক।

মঙ্গলবার (৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এই দাবি জানান।

মানববন্ধনে থেকে মেজবাহ উদ্দিন নামে এক বাইক চালক বলেন, মহাসড়কে একটা বাইক এক্সিডেন্ট হয়েছে... আর এর জেরে বাইক চলাচল বন্ধ করে দেওয়াটা কোনও সমাধান নয়। বরং মহাসড়কে আইনের প্রয়োগ করে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হোক।

নিজের দাবির কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ঈদে বাড়ি ফেরার জন্য বাস-ট্রেনের টিকেট পাওয়া ঝামেলা। এছাড়াও  যাতায়াতেও কষ্ট। তাই আমরা ঝামেলাবিহীনভাবে বাড়ি ফেরার জন্য মহাসড়কে বাইক চলাচলের অনুমতি চাই।’

মহাসড়কে মোটরসাইকেল বন্ধের পেছনে বাস মালিকদের হিংসাত্মক মনোভাব রয়েছে দাবি করে আরেক বাইক মমিন তাজ বলেন, 'বাস মালিকদের ঈদে আয় কমে যাওয়ার ভয় থেকেই তারা উপর মহলে চাপ সৃষ্টি করে এই বাইক চলাচল বন্ধ করেছে।'

মানববন্ধনে অর্ধশতাধিক বাইকার উপস্থিত ছিলেন।