উল্টো রথযাত্রায় ডিএমপির ট্রাফিক নির্দেশনা

সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা শুক্রবার (৮ জুলাই) বেলা ৩টায় ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হবে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি ট্রাফিক বিভাগ উল্টো রথযাত্রার রুট সম্পর্কে জানিয়েছে। 

উল্টো রথযাত্রা রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির-পলাশী মোড়-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য মোড়-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-রোমানা চত্বর-দোয়েল চত্বর-হাই কোর্ট মাজার গেট মোড়-সরকারি কর্মচারী হাসপাতাল-পুলিশ হেডকোয়ার্টার্স-গোলাপশাহ মাজার-গুলিস্তান-রাজউক ক্রসিং-বক চত্বর-শাপলা চত্বর-ইত্তেফাক মোড়-হাটখোলা মোড়-রাজধানী মার্কেট ক্রসিং বামে মোড়-দয়াগঞ্জ ট্রাক স্ট্যান্ড ক্রসিং ডানে মোড়-ইসকন মন্দির হয়ে স্বামীবাগে শেষ হবে।

এ জন্য সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।