রাজধানীতে ছিনতাইকারী চক্রের ২১ সদস্য গ্রেফতার

রাজধানীর মতিঝিল, পল্টন, শাহজাহানপুর এবং তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের ২১ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-৩ এর পুলিশ সুপার বীণা রানী দাস বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো- আবুল বাশার (২৩), মো. শাহিন (১৮), মো. তামিম শেখ (১৯), মো. শফিকুল ইসলাম (১৯), পিয়াস (১৭), মো. মামুন (১৬), জয় (২১), রমজান (২২), মো. জাহাঙ্গীর আলম (৩৭), মো. সুমন (২০), মো. আলী আকবর (২০), মো. নাঈম (২০), মো. মাসুদ (২৫), মো. রবিন মিয়া (৩৪), মো. রানা মিয়া (২২), মো. ফয়সাল (২৫), মো. তপন (২৫), মো. রাজু (১৯), মো. চাঁন শরিফ (৩৫), মো. জসিম (২০), মো. শুকুর আলী (৩৫)।

পুলিশ সুপার বীণা রানী দাস জানান, আসামিদের কাছ থেকে আটটি মোবাইল ফোন, আটটি সিম কার্ড, একটি চাকু, একটি এন্টিকাটার, পাঁচটি ব্লেড এবং ১২টি বিষাক্ত মলম উদ্ধার করা হয়। 

পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, ছিনতাইকারীরা রাজধানীর বিভিন্ন অলি গলিতে ওঁৎ পেতে থাকে। সুযোগ পাওয়া মাত্রই তারা পথচারী, রিকশা আরোহী, যানজটে থাকা সিএনজি, অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছে থাকা মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা লুটে নেয়। সন্ধ্যা হতে ভোর পর্যন্ত তুলনামূলক জনশূন্য রাস্তা, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড ও রেল স্টেশন এলাকায় বেপরোয়া হয়ে ওঠে।

এর আগে, গত ৬ জুলাই রাতে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ও মলম পার্টির ১৪ জনকে গ্রেফতার করা হয়।