ঈদ উপলক্ষে রাউজানে পাঁচশ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, আসন্ন  কোরবানি ঈদে দেশের ৩০ লাখ পরিবার ঈদের দিন ঠিকমতো খেতে পারবে না।’

শুক্রবার (৮ জুলাই) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্মস্থান চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কোয়েপাড়া গ্রামে পাঁচশ’ কর্মহীন অসহায় পরিবারের মাঝে কোরবানি ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণকালে  তিনি এ কথা বলেন।

বাবলু জানান, কোয়েপাড়ার কৃতিসন্তান বাংলাদেশের গর্ব ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ঈদ উপলক্ষে এই খাদ্যসামগ্রী পাঠিয়েছেন।

তিনি জানান, ঈদ উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র সারা দেশে ২০ হাজার কর্মহীন ও স্বল্প  আয়ের পরিবারের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করেছে। কোরবানি ঈদ উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র প্রতি পরিবারকে তিন কেজি চাল, দেড় কেজি ওজনের একটি জীবন্ত মুরগি, আধা লিটার সোযোবিন তেল, এক কেজি বুটের ডাল, দুই কেজি আটা ও আলু, পেঁয়াজ, লবণ, আদা, রসুন, এক পেকেট গুঁড়া মসলাসহ একটি প্যাকেজ খাদ্য উপহার দেওয়া হয়েছে।

এসময় বিগ্রেডিয়ার জেনারেল (অব:) শহীদুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।