আইনজীবীর বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগ

সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের দায়ে বাংলাদেশ বার কাউন্সিল বরাবর অভিযোগ দাখিল করেছেন তারই মক্কেল নরসিংদীর সুধীর চন্দ্র সাহা।

রবিবার (১৭ জুলাই) বার কাউন্সিল অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

অভিযোগ সংক্রান্ত ওই চিঠিতে বলা হয়, ‘আমাকে (সুধীর চন্দ্র সাহা) ১২ নম্বর প্রতিপক্ষ করে দায়ের করা রিট মামলায় (৬৮৮৭/২০১৯) আইনজীবী হিসেবে ড. মো. ইউনুস আলী আকন্দকে নিযুক্ত করা হয়। কিন্তু পরবর্তীকালে ওই মামলায় অপর আইনজীবী নিয়োগের জন্য ড. মো. ইউনুস আলী আকন্দের কাছে অনাপত্তি (এন.ও.সি) ও ফাইল ফেরত চাওয়া সত্ত্বেও তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। ফলে আমার পক্ষে নিযুক্ত আইনজীবী হিসেবে উপস্থিত হওয়ার ব্যর্থতা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও তার অনাপত্তিসহ মামলার কাগজপত্র ফেরত দিতে অস্বীকৃতি স্থাপনের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক ইস্যুকৃত বিধিমালার পেশাগত অসদাচরণের শামিল।

তাই উপরোক্ত অবস্থা ও কারণাধীন, আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দকে পেশাগত অসদাচরণের দায়ে অভিযুক্ত পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে এবং তৎপূর্বে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কর্তৃক সুধীর চন্দ্র সাহার পক্ষে রিট (৬৮৮৭/২০১৯) মামলার ১২ নম্বর প্রতিপক্ষে নতুন আইনজীবী নিয়োগ প্রদানের বিষয়ে ছাড়পত্র/অনুমতিপত্র/সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় দিক-নির্দেশনা চাওয়া হয়েছে।

এদিকে ওই অভিযোগ সংক্রান্ত চিঠি প্রাপ্তির পর আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দকে তার জবাব দাখিলের জন্য আগামী ২১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। এ সময়ের মধ্যে তিনি তার জবাব দাখিল না করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।