বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

ঢাকার কিছু কিছু এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আজ সোমবার (১৮ জুলাই) সারাদিনই দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে এমন বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়ে আবহাওয়া অধিদফতর। আর এতে পুরোপুরি না হলেও কিছুটা কমতে পারে তাপমাত্রা। 

অধিদফতর বলছে, বৃষ্টির ফলে রাজশাহী, রংপুর এবং নীলফামারী জেলাগুলোর উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কমে আসতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া গত কয়দিনের তুলনায় আজ তাপপ্রবাহ কমে আসবে বলে আশা করা যাচ্ছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, থেমে থেমে অনেক এলাকায় বৃষ্টি হচ্ছে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমবে। 

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।