৬ মাসে গ্রামীণফোনের নতুন গ্রাহক ৯ লাখ

২০২২ সালের প্রথম ছয় মাসে প্রায় ৭ হাজার ৪২২ কোটি টাকা আয় করেছে গ্রামীণফোন। গত বছর একই সময়ের তুলনায় রাজস্ব বৃদ্ধির হার ৫.২ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে আরও ৯ লাখ নতুন গ্রাহক গ্রামীণফোন নেটওয়ার্কে যুক্ত হয়েছে, ফলে বছরের প্রথমার্ধ শেষে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪৬ লাখে। গ্রামীণফোনের ৪ কোটি ৬২ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশ।

সোমবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গ্রামীণফোন।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘২০২২ সালের দ্বিতীয় প্রান্তিক বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং সময় ছিল। এ সময় দেশের উত্তরাঞ্চলে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত হয়, যা ভয়াবহ বন্যার সৃষ্টি করে এবং লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে আমরা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য মেডিক্যাল ক্যাম্প চালু করে ক্ষতিগ্রস্ত কমিউনিটির পাশে দাঁড়িয়েছি।’

গ্রামীণফোন লিমিটেডের সিএফও ইয়েন্স বেকার বলেন, প্রথমার্ধে সামগ্রিক প্রবৃদ্ধির কারণে ইবিআইটিডিএ মার্জিন ৬১ দশমিক ১ শতাংশ নিয়ে ইবিআইটিডিএ বৃদ্ধি পেয়েছে বছর প্রতি ৩ শতাংশ। ২৩ দশমিক ৩ শতাংশ মার্জিন নিয়ে প্রথমার্ধে অপারেটরটির কর পরবর্তী মোট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৭৩০ কোটি টাকা।