যাত্রী অসন্তোষ, বিমানের ৪ কেবিন ক্রু গ্রাউন্ডেড

যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে চার কেবিন ক্রু’কে গ্রাউন্ডেড করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে বাজে আচরণের অভিযোগে তাদের গ্রাউন্ডেড করা হয়।

জানা গেছে, অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত ওই ক্রুদের আর কোনও ফ্লাইটে পাঠাবে না বিমান। ফ্লাইটটি বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টায় কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেই ফ্লাইটের এক যাত্রীর মৌখিক অভিযোগের ভিত্তিতে ক্রুদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন, ঘটনা তদন্তে একটি কমিটি করা হবে। কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অভিযুক্তদের ফ্লাইটে পাঠানো হবে না। প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র জানায়, বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে বিমানের ফ্লাইটের যাত্রীরা পানি চাইলে কেবিন ক্রুরা বিরক্তি প্রকাশ করলে ঢাকায় এসে যাত্রীরা অভিযোগ করেন।