পুলিশ সদস্যদের আগাম প্রস্তুতির নির্দেশনা

বৈশ্বিক প্রেক্ষাপটে যেকোনও উদ্ভূত পরিস্থিতির জন্য আগাম প্রস্তুত থাকার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। রবিবার (২৪ জুলাই) বাংলাদেশ পুলিশের ইউনিট প্রধানদের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া শীর্ষক এক ভার্চুয়াল সভায় আইজিপি এ কথা বলেন।

এ সময় বৈষম্য বিহীন পুলিশিং বাস্তবায়নের নির্দেশ দেন আইজিপি। নিয়মিত পুলিশিং এর পাশাপাশি বিট পুলিশিংকে অধিকতর কার্যকর করার উপরও গুরুত্ব আরোপ করেন। এছাড়া  পুলিশের বিভিন্ন স্থাপনায় পরিত্যক্ত জমি ও পুকুর ব্যবহার করে উৎপাদনের চাকাকে সচল রাখতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পুলিশের সকল ইউনিটকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য তাদের করণীয় ও বর্জনীয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন আইজিপি। 

সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য ইউনিটের কর্মকর্তারা সভায় যুক্ত ছিলেন। সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।