গ্রন্থাগার শিক্ষকদের গ্রেড বৈষম্য অবসানের দাবি

সদ্য জাতীয়করণকৃত কলেজে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াধীন বেসরকারি আমলে কর্মরত গ্রন্থাগার প্রভাষক এবং সহকারী শিক্ষকদের (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) স্বপদে স্বগ্রেডে যথাক্রমে নবম ও দশম গ্রেডে আত্তীকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কলেজ গ্রন্থাগার পেশাজীবী পরিষদ। আগামী এক মাসের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে তারা আমরণ অনশনসহ সব ধরনের কর্মসূচি নেওয়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ সরকারি কলেজ গ্রন্থাগার পেশাজীবী পরিষদের সভাপতি আবুল কালাম মোহাম্মদ ফরহাদ বলেন, ‘গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থগারিকরা ১০ থেকে ৩০ বছর চাকরিতে কর্মরত থাকার পরও আমাদের পদ সৃষ্টি করে যোগদানকৃত গ্রেডও বহাল রাখা হচ্ছে না। এমনকি শিক্ষা মন্ত্রণালয় হতে সুপারিশ থাকা সত্ত্বেও অর্থ মন্ত্রণালয় কোনও বিধি ছাড়া আত্তীকরণে আমাদের ওপর অবিচার করছে। এতে আমরা চরমভাবে আর্থিক, সামাজিক ও মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ সরকারি কলেজ গ্রন্থাগার পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক রমজান আলী, মোস্তাফিজুর রহমান, প্রকাশ চন্দ্র সরকার, হুমায়ুন কবির, আব্দুল হান্নান, গোলাম মোস্তফা প্রমুখ।