তাজউদ্দীন আহমদকে নিয়ে চর্চার জায়গা রয়েছে: ঢাবি উপাচার্য

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দীন আহমদকে নিয়ে নানাভাবে চর্চার জায়গা রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

রবিবার (৩১ জুলাই) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড আয়োজিত ‘তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য এ করেন।

উপাচার্য বলেন, ‘তাজউদ্দীন আহমদ এখনও নানাভাবে অচর্চিত। একাধারে রাজনীতিবিদ, বঙ্গবন্ধুর সহযোদ্ধা ও সহচর, প্রধানমন্ত্রী, মুজিবনগর সরকারের প্রধান, জাতীয় চার নেতার অন্যতম হলেন তাজউদ্দীন। স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন। আমরা তার মূল্যবোধ চর্চা করবো।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি তাজউদ্দীন আহমদের আস্থা এবং বিশ্বাস গভীরভাবে প্রস্ফুটিত হয়েছে। এটি হলো বিনম্র, কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।’ 

স্মারক বক্তৃতায় বক্তারা বলেন, ‘কাপাসিয়ায় তাজউদ্দীন আহমদের উত্থান পূর্ববঙ্গে সচেতন জনগোষ্ঠীর উত্থানের ইঙ্গিত দিচ্ছিল। স্বাধীনতার উত্তাল সময়ে বঙ্গবন্ধুর পেছনে ফাইল নিয়ে ছুটে চলা এবং মার্চ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধে প্রধান ভূমিকায় আর সর্বশেষ ১৯৭৫ এ তার হারিয়ে যাওয়া প্রতীকায়িত করে জাতির পিতাকে হারানো এই জনপদের মানুষদের। এভাবে তাজউদ্দীন আহমদের যাত্রাগুলো এ জনপদের প্রতীকী ইতিহাস হয়ে উঠেছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন– তাজউদ্দীন আহমদের মেয়ে সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।