রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রথম প্রতিবার্ষিকী পালিত

প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। শুক্রবার (৫ আগস্ট) এ উপলক্ষে রাজধানীর শাহবাগে একটি অনুষ্ঠান করে সংগঠনটি। এতে বক্তারা বলেছেন, তারা চান অ্যাবসিলিউট জবাবদিহি। অ্যাবসিলিউট জবাবদিহি হলেই লুটপাট, পাচার আর জুলুমতন্ত্র থেকে জনগণের মুক্তি সম্ভব।

সভায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন— সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, অর্থ বিষয়ক সমন্বয়ক দিদারুল ভুইয়া, মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, নঈম জাহাঙ্গীর প্রমুখ।